আমাদের কথা

ইসলামী প্রকাশনার বেশিরভাগ পাঠক ইংরেজি শিক্ষিত দ্বীনদার হলেও প্রকাশনা জগতে তাদের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। ইসলামী বিষয়ে বই লেখা, অনুবাদ করা অথবা সম্পাদনার ক্ষেত্রে আলেম হওয়া একটি অত্যাবশকীয় শর্ত। তবে আলেমদের একনিষ্ঠ খাদেম হয়েও একাজে আঞ্জাম দেয়া সম্ভব। আর এর বাস্তব উদাহরণ মাকতাবাতুল ফুরকান।

Islamibooks.com একটি অনলাইন শপিং লাইব্রেরী। এ ওয়েব পোর্টালটি ডিসেম্বর ২০১৯ চালু করা হয়েছে। এখানে কেবল মাকতাবাতুল ফুরকান থেকে প্রকাশিত ইসলামী বইসমূহ পাওয়া যাবে । এ প্রকাশনার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে, প্রতিটি বই-ই অত্যন্ত যত্নসহকারে ছাপা হয়। এর বাইন্ডিং, কাগজের মান এবং বিষয়বস্তু অসাধারণ। ২০১৪ সালে ‘প্রফেসর হযরতের সঙ্গে নিউজিল্যান্ড সফর’ বইটি প্রকাশের মধ্য দিয়ে মাকতাবাতুল ফুরকান-এর যাত্রা শুরু হয়। ইতোমধ্যে এ প্রকাশনা থেকে প্রায় ১০০টি বই প্রকাশ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। চমৎকার প্রচ্ছদে এসব বই দেখতে যেমন আকর্ষনীয়, তেমনি এর বিষয়বস্তুও একজন মুসলিমকে ঈমানের পথে আগে বাড়াতে নিশ্চিতভাবে সহায়ক হবে।

লক্ষ্য-উদ্দেশ্য

বর্তমানে এ প্রকাশনার অন্যতম একটি প্রচেষ্টা হচ্ছে পাশ্চাত্যের মুসলিম মনিষীদের ইসলামী বই অনুবাদ করে বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে তুলে দেয়া। ইতিমধ্যে তুরস্কের বিখ্যাত সিরাত লেখক রশীদ হাইলামায, ইউরোপের মুসলিম পণ্ডিত তারিক রমাদান, মিশরের প্রসিদ্ধ সীরাত লেখক ও গবেষক ড. আলী মুহাম্মাদ মুহাম্মাদ আস-সাল্লাবী, আমেরিকার মুসলিম গবেষক ও লেখক খালেদ বেগ এবং উপমহাদেশের বরেণ্য ব্যক্তিদের বই অনুবাদ করে প্রকাশ করা হয়েছে।এ ছাড়া আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় প্রকাশিত বিশ্বস্ত ও গ্রহণযোগ্য ইসলামী বইসমূহ আধুনিক পাঠকদের হাতে পৌঁছৈ দেওয়া।

এখানে যা পাবেন

এখানে মূলত কুরআনের তাফসীর, রাসূল সা. ও সাহাবীদের জীবনী, ইসলামী শরীয়ত ও মাসআলা-মাসাইল, ধর্মতত্ত্ব, প্রফেসর হযরত মুহাম্মাদ হামীদুর রহমান সাহেবের বয়ান, মালফুযাত ও সফরনামাসহ আরও বিভিন্ন প্রসঙ্গে ইসলামী বই পাওয়া যাবে। বাংলাদেশের যে কোন প্রান্ত কিংবা বিদেশ থেকেও অনলাইনে অর্ডার করা যাবে। তবে অর্ডারকৃত বই কেবলমাত্র বাংলাদেশে সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে।